যৌথ জাপান বিশ্বব্যাংক বৃত্তি বিজ্ঞপ্তি ২০২৪

 


 প্রোগ্রাম: মাস্টার্স (২ বছর মেয়াদী)

জয়েন্ট জাপান/ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম (জেজে/ডব্লিউবিজিএসপি) কিছু উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত যাদের প্রাসঙ্গিক পেশাদার অভিজ্ঞতা এবং তাদের দেশের উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করার ইতিহাস রয়েছে যারা উন্নয়ন-সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে আবেদন করছে। 

এই সম্পূর্ণ অর্থায়িত মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রামের লক্ষ্য হল উন্নয়ন খাতে দুই বছর বা তার বেশি অভিজ্ঞতা সহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাহায্য করা এবং উন্নয়ন সম্পর্কিত একটি প্রোগ্রামে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য উন্মুখ। এটি এমন একটি সুযোগ যারা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের দিগন্ত প্রসারিত করার জন্য কিন্তু বাইরের তহবিল এবং আর্থিক সহায়তা ছাড়া তা করার সামর্থ্য নেই। 

স্কলারশিপের আওতায় সুবিধাসমূহ- 

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান। 

২. ইকোনমি শ্রেণীর বিমান ভ্রমণের খরচ কভার করবে। 

৩. প্রতিটি ভ্রমণের জন্য $500 (প্রায় ৫০ হাজার বাংলাদেশী টাকা) ভ্রমণ ভাতা হিসাবে প্রদান করা হবে।   

৪. চিকিৎসা বীমা প্রদান করা হবে। 

৫.বাসস্থান, খাবার এবং বইয়ের খরচ কভার করার জন্য একটি মাসিক ভাতা প্রদান করা হবে।


স্কলারশিপের আওতায় যে শর্ত রয়েছে- 

১. ডিগ্রি অর্জনের পর, উন্নয়নশীল দেশের পণ্ডিতরা তাদের নতুন দক্ষতা ব্যবহার করতে এবং তাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে তাদের দেশে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।


আবেদন করবার যোগ্যতাসমূহ- 

১. চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী হতে হবে।  

২. স্নাতক ডিগ্রী সম্পন্ন করবার পর অন্তত তিন বছর ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

৩. আবেদনকারীদের কোন বড় স্বাস্থ্য সমস্যা থাকতে পারবে না।  

৪. যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় সকল শর্তাবলী পূরণ করতে হবে।


যে সকল বিষয়ে আবেদন করা যাবে-

1. Australian National University

Master of Climate Change

Master of Environmental and Resource Economics

Master of Environmental Management and Development

Master of Public Policy


2. Erasmus University Rotterdam-IHS

MSc in Urban Management and Development — Urban Digital Transformation & Innovation: Governance and Economics of Cities


MSc in Urban Management and Development — Urban Housing & Land Justice: Equitable Access to Sustainable Land, Housing & Services


MSc in Urban Management and Development — Urban Environment, Sustainability & Climate Change: Integrated Management of Land, Water and Air


MSc in Urban Management and Development — Strategic Urban Planning & Policies: Managing Socio-Spatial Dynamics for Sustainable Cities


3. Harvard University — Kennedy School of Government

Master of Public Administration in International Development


4. IHE Delft Institute for Water Education

MSc in Water and Sustainable Development — Water, Food and Energy Track


MSc in Water and Sustainable Development — Water Hazards, Risks and Climate Track


MSc in Water and Sustainable Development — Water and Health Track


MSc in Water and Sustainable Development — Water Resources and Ecosystem Health Track


5. Keio University

Master in Taxation Policy and Management


6. London School of Economics

MSc Development Management 

MSc Development Studies

MSc Glo

MSc International Social and Public Policy


7. National Graduate Institute for Policy Studies (GRIPS)

Tax Course of the Public Finance Program


8. Saitama University

International Graduate Program on Civil and Environmental Engineering


9. SOAS University of London

MSc Development Economics


MSc Economics

10. Stanford University

Master in International Policy


11. Université Clermont-Auvergne – FERDI

Master in Economic Policy Management


12. University of Hong Kong

Master of Urban Design (MUD)


13. University of Leeds

Master of Public Health (International)

MSc Sustainable Cities

MSc Water Sanitation and Health Engineering 

MSc Sustainable Food Systems and Food Security

 

14. University of Oxford

Blavatnik School of Government: Master of Public Policy

Department of International Development: MSc in Refugees and Forced Migration Studies


15. University of Sussex

MA Environment, Development and Policy

MA Food and Development

MSc Climate Change, Development and Policy

MA Migration and Global Development


16. University of Tokyo

Graduate School of Public Policy (GraSPP):  Master of Public Policy, International Program

Graduate School of Agriculture and Life Science: International Program on Agricultural Development Studies


17. University of Tsukuba

Master’s Program in Economic and Public Policy


18. Yokohama National University

Infrastructure Management Program (IMP)|Institute of Urban Innovation, Yokohama National University (ynu.ac.jp)


আবেদন করতে যা যা লাগবে- 

১. স্কলারশিপ আবেদন ফরম। 

২. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।

৩. রেফারেন্স লেটার দুইটি। 

৪. একাডেমিক পেপারস।

৫. মোটিভেশন লেটার।

৬. আবেদনকারীর সিভি।

৭. ওয়ার্ক এক্সপেরিএন্স সার্টিফিকেট। 

৮. মেডিক্যাল সার্টিফিকেট। 

৯. আইএলটিএস/মিডিয়াম অব ইন্সত্রাকশন (প্রোগ্রামের রিকয়ারমেনট অনুযায়ী)। 

১০. অন্যান্য পেপারস (যদি থাকে)।


এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে মোটিভেশন লেটার রাইটিং সাপোর্ট দেয়াসহ ফুল এপ্লিকেশন প্রসেস করে থাকি। আমাদের অনলাইন সাপোর্ট ফি ৮৬৭০ টাকা। 


আমাদের অনলাইন সাপোর্ট ফি প্রয়োজনীয় পেপারসের স্ক্যান কপি ইমেইল করবার পর সাপোর্ট ফি অগ্রিম বিকাশে অথবা, ব্যাংকে প্রদান করতে হয়, ধন্যবাদ।


স্কলারশিপ এপ্লিকেশন ডেডলাইন: ২৪শে মে, ২০২৪।  

স্কলারশিপ সার্কুলার লিঙ্ক-  https://tinyurl.com/3zs28xku

Post a Comment

Previous Post Next Post