সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স ও পিএইচডি

ভারতের নয়াদিল্লীতে অবস্থিত "সাউথ এশিয়ান ইউনিভার্সিটি" মাস্টার্স ও পিএইচডি লেভেলে ভর্তির সার্কুলার প্রকাশ করেছে। 

*আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ২০২৪ 

*ভর্তি পরীক্ষা হবে ২০ ও ২১ এপ্রিল, ২০২৪ 

* ঢাকা ও চট্টগ্রামে ভর্তি পরীক্ষা হবে। 

* মাত্র ৮৩০ রুপি আবেদন ফিস। 

* কোন আইএলটিএস লাগে না। 

* বাংলাদেশীদের জন্য সকল  কোর্সে ১০% সিট সংরক্ষিত থাকে। গণিত, বায়োটেকনোলজি, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৯০ সিট, সুতরাং ৯ জন করে বাংলাদেশী ভর্তির সুযোগ পাবেন। আইন ও সমাজ বিজ্ঞানে ৮০ সিট তাই ৮ জন করে বাংলাদেশী সুযোগ পাবেন, একইভাবে কম্পিউটার সায়েন্সে ৭ জন সুযোগ পাবেন। 

* মূল প্রতিযোগিতা হবে বাংলাদেশের যতজন আবেদন করবেন তাঁদের মাঝে। সকল কোর্সে ভর্তিপরীক্ষায় সেরা স্কোর করা ১০ জন করে সিলেক্ট হবেন। 

* ভারত স্পেশাল ভিসা দেয় এই ভার্সিটির শিক্ষার্থীদের জন্য। 

* প্রায় সকল শিক্ষার্থীই স্কলারশিপ পেয়ে থাকে। 

* উন্নত হোস্টেল সুবিধা। 

* ভারতের রাজধানীতে ক্যাম্পাস। 

* সার্কভুক্ত সকল দেশের শিক্ষার্থীদের সাথে পড়াশোনার সুযোগ। 

* নিজেদের স্থায়ী ক্যাম্পাসে শিফট করাতে গত বছরের থেকে এবছর এই ভার্সিটির আসন সংখ্যা দ্বিগুন করেছে বলে এবছর বেশি শিক্ষার্থী সুযোগ পাবেন। 

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://sau.int/admissions/admission-notice-2024/ 

বা ফেসবুক পেজ ফলো করুন: South Asian University, New Delhi, India

Post a Comment

Previous Post Next Post