ফ্রান্সের প্যারিস-ইস্ট ক্রেটিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৪

 


প্রোগ্রামঃ মাস্টার্স (১ বছর মেয়াদী) 

ফ্রান্সের প্যারিস-ইস্ট ক্রেটিল বিশ্ববিদ্যালয় হল বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি সমিতি যা প্যারিস-ইস্ট অঞ্চলে দুটি বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা ও গবেষণার অন্যান্য প্রতিষ্ঠানকে ফেডারেশন করে। 

২০১২ সাল থেকে প্রতি বছর, বেজআউট ল্যাবেক্স অসামান্য ছাত্রদের জন্য গতিশীলতা বৃত্তি প্রদান করে যারা গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের সমন্বয়ে একটি সমন্বিত প্রোগ্রামে প্যারিস-ইস্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স লেভেলে অধ্যয়ন করতে ইচ্ছুক: "বেজআউট এক্সিলেন্স প্রোগ্রাম। 


স্কলারশিপের আওতায় সুবিধাসমূহঃ

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান। 

২. প্রোগ্রাম চলাকালীন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি মাসে ১৩০০ ইউরো ভাতা প্রদান করা হবে, যা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

 

আবেদন করবার যোগ্যতাসমূহঃ

১. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 

২. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ থাকতে হবে। 

৩. এছাড়া যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় অন্যান্য সকল শর্তাবলী পূরণ করতে হবে। 


যে সকল বিষয়ে আবেদন করা যাবেঃ

1. Mathematics: Finance & Data

2. Mathematics: Probabilities and Statistics

3. Mathematics: Analysis & Applications

4. Computer Science: Imaging Sciences

5. Computer Science: Software

6. Computer Science: Systems and Services of the Internet of Things

7. Computer Science: Smart Systems & Applications


আবেদন করতে যা যা লাগবেঃ

১. আবেদনকারীর পাসপোর্ট। 

২. একাডেমিক পেপারস।

৩. পার্সোনাল স্টেটমেন্ট।

৪. আবেদনকারীর সিভি। 

৫. ইংরেজি ভাষা দক্ষতার সনদপত্র।

৬. রেফারেন্স লেটার দুইটি।

৭. অন্যান্য পেপারস (যদি থাকে)। 


এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে পার্সোনাল স্টেটমেন্ট রাইটিংসহ ফুল এপ্লিকেশন প্রসেস করে থাকি। 


আমাদের অনলাইন সাপোর্ট ফিঃ ৮৬৭০ টাকা (মাস্টার্স)। আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে প্রয়োজনীয় পেপারস এর স্ক্যান কপি ইমেইল করবার পর সাপোর্ট ফি অগ্রিম বিকাশে অথবা, ব্যাংকে প্রদান করতে হবে, ধন্যবাদ। 


এপ্লিকেশন ডেডলাইনঃ ২০ই মে, ২০২৪।   

বিজ্ঞপ্তি লিঙ্ক: https://tinyurl.com/49ehhp26

Post a Comment

Previous Post Next Post