তাইওয়ানের কাওশিউং মেডিক্যাল ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৩

 


প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী), পিএইচডি (৩ বছর মেয়াদী) 

কাওশিউং মেডিকেল ইউনিভার্সিটি (কেএমইউ) সানমিন জেলা, কাওশিউং, তাইওয়ানে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ১৯৫৪ সালে তাইওয়ানে প্রতিষ্ঠিত হয়েছিল। ইহা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এই স্কলারশিপে আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই। 

যে সকল সুবিধা পাওয়া যাবেঃ

টাইপঃ A (যারা পিএইচডি প্রোগ্রামে আবেদন করবেন) 

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ। 

২. জীনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি মাসে ১০ হাজার তাইওয়ান ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা। 

৩. বিনাখরচে আবাসন সুবিধা। 


টাইপ B: (যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন) 

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ। 

২. বিনাখরচে আবাসন সুবিধা।  


আবেদন করবার যোগ্যতাঃ

১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। 

২. একাডেমিক সিজিপিএ অন্তত ৩.৩০/৪.০ থাকতে হবে। 

৩. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৫.৫ থাকতে হবে। 


স্কলারশিপের অধীন যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ

1. Sports Medicine (MS)

2. Medicine (MS & PhD)

3. Tropical Medicine (MS)

4. Environmental and Occupational Medicine (PhD)

5. Biomedical Engineering (PhD)

6. Dentistry (MS & PhD)

7. Oral Hygiene (MS)

8. Pharmacy (MS & PhD)

9. Fragrance and Cosmetic Science (MS)

10. Natural Products (MS & PhD)

11. Clinical Pharmacy (MS)

12. Medical Laboratory Science and Biotechnology (MS & PhD)

13. Public Health (MS & PhD)

14. Healthcare Administration and Medical Informatics (MS)

15. Medical Imaging and Radiological Sciences (MS)

16. Nursing (PhD)

17. Biomedical Science and Environmental Biology (MS)

18. Medicinal and Applied Chemistry (MS & PhD)

19. Biotechnology (MS)


আবেদন করতে যা যা লাগবেঃ

১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি। 

২. ইউনিভার্সিটি এপ্লিকেশন ফর্ম।

৩. স্কলারশিপ এপ্লিকেশন ফর্ম। 

৪. একাডেমিক পেপারস। 

৫. স্টেটমেন্ট অব পারপাস।

৬. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।

৭. আইএলটিএস (একাডেমিক)। 

৮. আবেদনকারীর সিভি। 

৯. পাবলিকেশন (পিএইচডি)। 

১০. অঙ্গিকারনামা ফর্ম। 

১১. নাগরিকত্ব সনদপত্র (ইংরেজি)। 

১২. অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। 

১৩. ব্যাংক স্টেটমেন্ট এর এক কপি (প্রায় ৪ লাখ টাকা জমা আছে আবেদনকারীর নিজের অথবা, অভিভাবকের এমন অ্যাকাউন্ট দেখাতে হবে)। 

১৪. অন্যান্য পেপারস (যদি থাকে)। 


আবেদন প্রক্রিয়াঃ

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হবে এরপর স্কলারশিপের জন্য আবেদন সম্পন্ন করতে হবে। ইউনিভার্সিটিতে আবেদনের কোন ফি নেই। ইউনিভার্সিটির দেয়া নির্ধারিত ফর্মে (ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যাবে) এপ্লিকেশন ফর্মে আবেদনকারীকে স্বাক্ষর করে ইউনিভার্সিটির পোর্টালে সাবমিট করতে হবে। 


নির্বাচন প্রক্রিয়াঃ

এই ইউনিভার্সিটিতে তিন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়, যেমনঃ টাইপ A,B, মেধানুসারে আপনি যে স্কলারশিপ ক্যাটাগরির জন্য নির্বাচিত হবেন সেই ক্যাটাগরির সুবিধাই আপনাকে দেয়া হবে পুরো প্রোগ্রামজুড়ে। 

এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে স্টেটমেন্ট অব পারপাস রাইটিং সাপোর্ট দেয়াসহ ফুল এপ্লিকেশন প্রসেস করে থাকি। আমাদের সার্ভিস চার্জঃ ৮৬৭০ টাকা (মাস্টার্স এবং পিএইচডি)। আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে অবশ্যই প্রয়োজনীয় পেপারস এবং ইনফো মেইল করবার পর সার্ভিস চার্জ অগ্রিম বিকাশে প্রদান করতে হবে, ধন্যবাদ। 


এপ্লিকেশন ডেডলাইনঃ ১৩ই অক্টোবর, ২০২২। 

ফলাফল প্রকাশিত হবে: ১লা ডিসেম্বর, ২০২৩।

ইউনিভার্সিটি লিঙ্কঃ https://tinyurl.com/37ru5hu6

Post a Comment

Previous Post Next Post