দক্ষিণ কোরিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৩

 


প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী)    পিএইচডি (৪ বছর মেয়াদী) 

দক্ষিণ কুরিয়ার এই স্কলারশিপটি গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই এবং পড়াশুনার মাধ্যম ইংরেজি ভাষায় পরিচালিত হবে। গোয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হল একটি গবেষণা-ভিত্তিক বিশ্ববিদ্যালয় যা বিজ্ঞান ও প্রযুক্তির উপর দৃষ্টি নিবদ্ধ করে যা দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অবস্থিত।আগ্রহীরা যারা কোরিয়াতে সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের উপর অধ্যয়ন করতে চান তাদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। 


যে সকল সুবিধা পাওয়া যাবেঃ

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগসহ ভর্তি ফি মওকুফের সুবিধা প্রদান। 

২. মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা ১৪০,০০০ দক্ষিণ কোরিয়ান ওয়ান (প্রায় ১০ হাজার বাংলাদেশী টাকা), পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ২৯৫,০০০ দক্ষিণ কোরিয়ান ওয়ান (প্রায় ২১ হাজার বাংলাদেশী টাকা) মাসিক ভাতা প্রদান করা হবে। 

৩. খাবারের জন্য শিক্ষার্থীদের আলাদা ১০০,০০০ দক্ষিণ কোরিয়ান ওয়ান মাসিক ভাতা প্রদান করা হবে। 

৪. মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের প্রতি বছরে ৩ লাখ ৪০ হাজার বাংলাদেশী টাকা এবং পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীদের ৮ লাখ ৭৫ হাজার বাংলাদেশী টাকা প্রদান করা হবে। 

৫. বিনাখরচে আবাসন সুবিধা প্রদান। 

৬. শতকরা ৮০ ভাগ ব্যক্তিগত স্বাস্থ্য বীমার সুবিধা প্রদানসহ বার্ষিক মেডিকেল চেকআপের সুবিধা প্রদান। 

৭. কোরিয়া যাওয়ার একমুখী ফ্লাইটের জন্য প্রতিদান। 


আবেদনের যোগ্যতাসমূহঃ

১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবার জন্য স্নাতক ডিগ্রীধারী এবং পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। 

২. ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণে আবেদনকারীকে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ থাকতে হবে। যাদের মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ আছে, তারা আইএলটিএস স্কোর ছাড়া আবেদন করতে পারবেন। যারা আইএলটিএস ছাড়া আবেদন করবেন তাদেরকে শর্তসাপেক্ষে ভর্তিপত্র প্রদান করা হবে এবং কোরিয়া যাওয়ার পর প্রথম ৬ মাস এর মধ্যে আইএলটিএস স্কোর জমা দিতে হবে। অন্যথায়, ভর্তি বাতিল হয়ে যেতে পারে। 


যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ

1. Artificial Intelligence & Robotics

2. Big Data and Cloud Computing

3. Biomedical Informatics

4. Circuits and Systems

5. Cybersecurity

6. Energy Systems and Sensors

7. Photonics and Nanotechnology

8. Signal and Information Systems

9. Semiconductor and Optoelectronic Materials

10. Nanoelectronics Materials

11. Organic Materials for Optoelectronics

12. Biomaterials

13. Robotics & Control

14. Visual Computing

15. Micro/NanoEngineering

16. Medical Engineering

17. Signal Processing & Microwave Electronics Engineering

18. Earth and Climate Change

19. Sustainable Energy

20. Water Science & Engineering

21. Cell & Molecular Biology

22. Biochemistry & Biophysics

23. Neuroscience & Developmental Biology

24. Immunology

25. Optics

26. Plasma Physics

27. Condensed Matter Physics

28. Particle Physics

29. Biomedical Imaging & Photonic Therapeutic

30. Micro/Nano Medical Devices & Robotic Surgery

31. Medicinal & Chemical Biology

32. Biomaterial & Tissue Engineering


আবেদন করতে যা যা লাগবেঃ

১. আবেদনকারীর ছবি। 

২. আবেদনকারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন (ইংরেজি)। 

৩. একাডেমিক পেপারস (নোটারাইজড কপি)

৪. মোটিভেশন লেটার। 

৫. আবেদনকারীর সিভি। 

৬. রেফারেন্স লেটার দুইটি (ইউনিভার্সিটির ফর্মে)। 

৭. আইএলটিএস অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ। 

৮. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)। 

৯. অন্যান্য পেপারস (যদি থাকে)। 

আবেদন করার লিংক https://www.gist.ac.kr/iadm/html/sub04/0401.html


Make yourself prepared for this scholarship

Post a Comment

Previous Post Next Post