নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অফ টুয়েন্টে স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৪

   

প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী)


নেদারল্যান্ডের এই স্কলারশিপটি মূলত ইউনিভার্সিটি অফ টুয়েন্টের অধীন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন করবার ক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই। ইউনিভার্সিটি অফ টুয়েন্টে নেদারল্যান্ডে অবস্থিত একটি পাবলিক কারিগরি বিশ্ববিদ্যালয়। টুয়েন্টে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করে যেসকল শিক্ষার্থী সফল হয়েছেন, তাদের মধ্য থেকে উপযুক্ত প্রায় ৫০ জন শিক্ষার্থীদেরকে এ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

 

স্কলারশিপের আওতায় সুবিধা- 

১. স্কলারশিপে মনোনীত শিক্ষার্থীদের প্রতি বছর ৩,০০০ ইউরো থেকে ২২,০০০ ইউরো পর্যন্ত বার্ষিক বৃত্তি প্রদান করা হতে পারে। অন্যান্য খরচ প্রোগ্রাম চলাকালীন শিক্ষার্থীর নিজেকেই বহন করতে হবে।


আবেদন করবার যোগ্যতাসমূহ- 

১. শিক্ষাবর্ষ ২০২৪/২০২৫ সেপ্টেম্বর সেশনের জন্য ইউনিভার্সিটি হতে এডমিশন লেটার পেতে হবে।   

২. আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.৫ সাথে প্রতিটি সেকশনে অন্তত ৬.০ করে থাকতে হবে। 

৩. যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।

 

যেসকল প্রোগ্রামে আবেদন করা যাবে- 

1. Applied Mathematics

2. Applied Physics

3. Biomedical Engineering

4. Business Administration

5. Business Information Technology

6. Chemical Science & Engineering

7. Civil Engineering & Management

8. Communication Science

9. Computer Science

10. Construction Management & Engineering

11. Educational Science & Technology

12. Electrical Engineering

13. Embedded Systems

14. Environmental & Energy Management

15. European Studies

16. Health Sciences

17. Industrial Design Engineering

18. Industrial Engineering & Management

19. Interaction Technology

20. Mechanical Engineering

21. Nanotechnology

22. Philosophy of Science, Technology & Society

23. Psychology

24. Public Administration

25. Sustainable Energy Technology

26. Systems & Control


আবেদন করতে যা যা লাগবে- 

১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।

২. একাডেমিক পেপারস। 

৩. রেফারেন্স লেটার দুইটি। 

৪. আইএলটিএস একাডেমিক স্কোর। 

৫. মোটিভেশন লেটার। 

৬. আবেদনকারীর সিভি। 

৭. অন্যান্য পেপারস (যদি থাকে)। 


আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে প্রথমে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে এবং একটি (শর্তসাপেক্ষ) ভর্তির চিঠি পেয়ে গেলে, আপনি আপনার ছাত্র নম্বরসহ বৃত্তির জন্য আবেদন করতে পারেন। 


এই স্কলারশিপে আবেদন করবার জন্য আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে সরাসরি মেসেজ করুন। আমরা আবেদনকারীর হয়ে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস করে থাকি, সাপোর্ট ফি ৮৬৭০ টাকা, প্রয়োজনীয় পেপারসের স্ক্যান কপি ইমেইল করবার পর ফি অগ্রিম বিকাশে বা, ব্যাংকে প্রদান করতে হবে, ধন্যবাদ। 

 

অ্যাপ্লিকেশন ডেডলাইন: ১লা মে, ২০২৪।  

সেশন: সেপ্টেম্বর, ২০২৪।  

ইউনিভার্সিটি লিঙ্ক: https://tinyurl.com/3zj6zte7

Post a Comment

Previous Post Next Post