থাইল্যান্ড এর চুলালংকর্ন ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৪:

 



প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর মেয়াদী), পিএইচডি (৩ বছর মেয়াদী)

স্কলারশিপের আওতায় সুবিধাসমূহ-

১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ।

২. মাসে প্রায় ৪৫ হাজার টাকা ভাতা প্রদান করা হবে লিভিং এক্সপেন্স এর জন্য। 

৩. ফ্রি এয়ার টিকেট এর সুবিধা প্রদান করা হবে।

৪.  হেলথ ইনস্যুরেন্স এর সুবিধা প্রদান করা হবে।


যেসকল বিষয়ে আবেদন করা যাবে- 

1. Environmental Health 

2. Environmental Toxicology

3. Chemical Sciences


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১. পাসপোর্ট

২. প্রার্থীর ছবি

৩. একাডেমিক পেপারস

৪. রেফারেন্স লেটার দুইটি

৫. সিভি/রিজিউম

৬. মোটিভেশন লেটার

৭. আইএলটিএস/ মিডিয়াম অব ইন্সট্রাকশন এর সনদ (যদি থাকে)। 

৮. ওয়ার্ক এক্সপেরিএন্স (পিএইচডি)

৯. রিসার্চ পাবলিকেশন (যদি থাকে) 

১০. মেডিক্যাল সার্টিফিকেট

 

এই স্কলারশিপে আবেদন করতে আমাদের অনলাইন সাপোর্ট নিতে চাইলে আমাদের সরাসরি মেসেজ করুন। আমরা মোটিভেশন লেটার রাইটিংসহ ফুল এপ্লিকেশন প্রসেস সম্পন্ন করা  থাকি। আমাদের সারভিস ফি- ৮৬৭০টাকা, প্রয়োজনীয় পেপারস আমাদের ইমেইল করবার পর ফি অগ্রিম বিকাশে প্রদান করতে হবে, ধন্যবাদ। 


আবেদন করবার শেষ তারিখ: ৩০শে সেপ্টেম্বর, ২০২৪।

ইউনিভার্সিটি স্কলারশিপ লিংক: https://tinyurl.com/bdff7r2b

Post a Comment

Previous Post Next Post